

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু জামায়াতে ইসলামীর নেতারা বিভিন্ন জায়গায় বিএনপিকে নিয়ে নানা কথা বলে বেড়াচ্ছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল সরকারি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, শেখ মুজিব যখন বাকশাল করে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করেছিল। আপনাদের রাজনীতি করার সুযোগ ফিরিয়ে দিয়েছিল জিয়াউর রহমান। অথচ তারা এখন সেই বিএনপিকে নিয়ে মোনাফেকি করছে, মোনাফেকি করা ঠিক নয়।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালে তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে ক্ষমতায় এনে জামায়াত নিজেরাই বিপদে পড়েছিল। তাই ২০০১ সালে বেগম জিয়া তাদের আমাদের সঙ্গে এনে ১৮টা সিট দিয়েছিল, যা এখন পর্যন্ত তারা কখনো পায়নি।
এ সময় আওয়ামী লীগের শাসনামলে মুরাদনগর উপজেলার যেসব নেতাকর্মীরা জেলজুলুমের শিকার হয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে তাদের সম্মানীর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
বিকেল ৩টায় সমাবেশ শুরু হলেও সকাল থেকেই মিছিলে মিছিলে জনতার স্রোত নামে সমাবেশস্থলে। খালেদা জিয়া, তারেক রহমান ও কায়কোবাদ দাদাভাই স্লোগানে মুখরিত হয়ে উঠে শ্রীকাইল কলেজ মাঠের বিশাল সমাবেশ।
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে ও শ্রীকাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসান ও শ্রীকাল কলেজ ছাত্রদলের সভাপতি মো. এনামুল হকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন শ্রীকাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসাহাক মুন্সী।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কুমিলা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইঁয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজামান সরকার, সদস্য সচিব এএফএম তারেক মুন্সী ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী জুননুন বসরী।
উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোল্লা গোলাম মহিউদ্দীন, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দীন ভূইয়া, সৈয়দ আমজাদ আলী তসু, শাহ আলম সরকার, সজল খান, ফারুক সরকার মজিব, বিএনপি নেতা আব্দুল মোমেন, মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রুবি ও উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার।
আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরি রকিবুল হক শিপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সোহেল সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সচিব সুমন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি নাজিম, বিএনপি নেতা গোলাম হাক্কানী, জয়নাল আবেদিন ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মো. আবুল হোসেন।
এ ছাড়া কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের সদস্য মাহবুব হাসান মালু, বিএনপি নেতা নারায়ন চন্দ্র, এমরান খান, শেখ আবুল হাসেম, আলমগীর সরকার, আবু মুসা, যুবদল নেতা গাজী আবদুল বাছির, ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, শ্রীকাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিপন প্রধান, শ্রীকাইল কলেজ ছাত্রদলের সভাপতি এনামুল হক, উপজেলা সাইবার দলের সদস্য সচিব ফারুক ভুইয়া, শ্রীকাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল, শ্রীকাইল ইউনিয়ন ছাত্রদল নেতা মো. শফিক ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাছান রবিন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন