কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টা ডাকলে আমরা যাব, অন্য দল দিয়ে কেন : সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা ডাকলে আলোচনায় যাব, কিন্তু অন্য দল দিয়ে কেন : সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আলোচনায় বসতে রাজি বিএনপি। তবে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে আলোচনার আহ্বান জানানোকে প্রশ্নবিদ্ধ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি আলোচনার জন্য আহ্বান জানান, বিএনপি অবশ্যই সেখানে অংশ নেবে। কিন্তু অন্য একটি রাজনৈতিক দল দিয়ে আহ্বান জানানোর প্রয়োজন কী? তারা কারা?

জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব ও গণভোটের সময়সূচি নিয়ে দলগুলোর মধ্যে তৈরি হওয়া মতভেদ নিয়েও কথা বলেন সালাহউদ্দিন। তিনি জানান, বিএনপি মনে করে জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব সরকারকে দিয়েছে, তা মূল সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিএনপি চায় সংসদ নির্বাচনের দিনই গণভোট হোক, কিন্তু জামায়াতে ইসলামী চায় আগে গণভোট করে সনদটিকে আইনি বৈধতা দিতে। এই মতভেদ নিরসনে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় দিয়েছে ঐকমত্যে পৌঁছানোর জন্য।

এই সময়সীমা নির্ধারণকেও প্রশ্নবিদ্ধ করে সালাহউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের এ ধরনের আলটিমেটাম দেওয়ার এখতিয়ার নেই। আমরা ভেবেছিলাম, আপনারা রেফারির ভূমিকা পালন করবেন, কিন্তু এখন তো নিজেরাই গোল দিয়ে বসেছেন।

জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, যারা একসময় এরশাদের সঙ্গে ছিলেন, এখন যদি আবার আওয়ামী লীগের হাত ধরে পুনরুত্থান চান, তার পরিণতি শুভ হবে না। এতে উৎসাহিত হবে ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি।

তিনি বলেন, আপনারা ঘি খেতে চান, খান; কিন্তু গণতন্ত্র ধ্বংসের পথে বাংলাদেশকে ঠেলে দেবেন না।

গণভোটের প্রয়োজনীয়তা নিয়েও বিএনপির অবস্থান পরিষ্কার করেন সালাহউদ্দিন। তিনি বলেন, নির্বাচনের দিন ছাড়া আলাদা কোনো গণভোটের প্রয়োজন নেই। সেই দিনই জনগণ জানাবে তারা সংস্কার চায় কি না।

আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সেদিন শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন। এখন লকডাউন ডাকা মানে ফ্যাসিস্ট শক্তির পক্ষে অবস্থান নেওয়া। সাহস থাকলে রাজপথে নামুন, জনগণ আপনাদের বিচার করবে।

সভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, সরকারই দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। ভারত চায় বাংলাদেশে বিশৃঙ্খলা বাড়ুক, আর সরকার সেটাই সুযোগ করে দিচ্ছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইফোন ১৮ প্রো সিরিজের তথ্য ফাঁস, যেসব পরিবর্তন আনছে অ্যাপল

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা নয়, প্রতিভা-মেধা বিকাশের প্ল্যাটফর্ম

দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেব না : নুর

তারেক রহমানের সঙ্গে জুলাই শহীদ পরিবারের সাক্ষাৎ, বিএনপির সঙ্গে কাজ করার প্রত্যয়

কাজাখস্তান তো ইসরায়েলের ‘ব্যবহৃত মাল’ : ফিলিস্তিনি নেতা

বগুড়ায় যাচ্ছেন মীর স্নিগ্ধ

সামিরা-ডনের ফাঁসি চেয়ে কাশিমপুরে স্লোগানে উত্তাল

আদিবাসীদের নবান্ন উৎসব / রাজশাহীতে ওয়ানগালা ও লবান উৎসব উদযাপন

বিএনপিই পারবে সব সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে : দুলু

সরাইল-আশুগঞ্জের মানুষ ধানের শীষ ছাড়া কিছুই বোঝে না : রুমিন ফারহানা

১০

দুএকটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : নীরব

১১

আন্দোলনরত শিক্ষকদের পাশে থাকার ঘোষণা হাসনাতের

১২

‘বাকসু’ নাম নিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের টানাটানি

১৩

সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী

১৪

শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ম্যানইউ

১৫

সন্তানের জন্মে ব্যতিক্রমী উদ্‌যাপন

১৬

আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনা সমঝোতা ছাড়াই শেষ

১৭

কুতুবদিয়া চ্যানেল পাড়ি / সবার আগে তীরে পৌঁছে গেলেন ১৮ বছরের তরুণ রাব্বি

১৮

শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়

১৯

‘বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন’

২০
X