কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের মাইলফলক : ব্যারিস্টার মীর হেলাল

ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে র‌্যালিতে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে র‌্যালিতে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অনন্য মাইলফলক। ৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা, যার মাধ্যমে শহীদ জিয়া গভীর সংকটময় মুহূর্তে জাতিকে পথ দেখিয়েছিলেন।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে হাটহাজারীর বড় দীঘিরপাড় এলাকায় এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে চটগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ সংসদীয় আসন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যৌথ উদ্যোগে এ সমাবেশ হয়।

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে জোটের নামে হাটহাজারীর জনগণের উপর গণবিচ্ছিন্ন ব্যক্তিকে চাপিয়ে দেওয়া হয়েছিল। হাটহাজারী বায়েজিদের মানুষ এখন জোটের রাহুমুক্ত। বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে এক বছরের মধ্যেই হাটহাজারী বায়েজিদ এলাকার উন্নয়ন দৃশ্যমান হবে।

তিনি আরও বলেন, একটিও কাঁচা সড়ক থাকবে না, অক্সিজেন থেকে নাজিরহাট পর্যন্ত বাইপাস সড়ক, অন্যান্য স্থানে প্রয়োজনীয় ওভারপাস নির্মাণ করে যানজটমুক্ত নিরাপদ সড়ক করা হবে। নতুন নতুন কল-কারখানা ও ভোকেশনাল মহাবিদ্যালয়, স্বাস্থ্য মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। একজন শিক্ষিত বেকারও থাকবে না।

আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিন, আমি আপনাদের একটি উন্নত-সমৃদ্ধ এলাকা উপহার দেব।

বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন- উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন ও উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহম্মদ সেলিম চেয়ারম্যান, নেসার উদ্দীন বুলু, বিএনপি নেতা রফিকুল আলম, ফয়েজ আহমদ, ইয়াকুব চৌধুরী, আইয়ুব খান, আবদুস শুক্কুর মেম্বার, আকবর আলী, শাখাওয়াত হোসেন শিমুল, মনিরুল আলম জনি, কাজী সাইফুল ইসলাম টুটুল, তকিবুল হাসান চৌধুরী তকি, নাসির উদ্দিন, লায়লা বেগম, নাসরিন আক্তার, পারভীন চৌধুরী, আনোয়ার হোসেন উজ্জ্বল, ফখরুল হাসান।

উপস্থিত ছিলেন- নুরুল কবির, গাজী ইউসুফ, শাহজাহান মঞ্জু, মোহাম্মদ বেলাল, আবদুল করিম, মামুন আলম, আবু জাফর খোকন, নিজাম উদ্দিন হাকিম, ঈসা শফী, মো. ইমরান চৌধুরী, ইলিয়াস মেহেদী, আরেফিন সাইফুল, নাসির মেম্বার, মোহাম্মদ আজম প্রমুখ।

পরে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে র‌্যালি সমাবেশস্থল থেকে মহাসড়ক ধরে আমানবাজার বড় দীঘি মোড় হয়ে চৌধুরীহাট চত্বরে এসে মিলিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুএকটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : নীরব

আন্দোলনরত শিক্ষকদের পাশে থাকার ঘোষণা হাসনাতের

‘বাকসু’ নাম নিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের টানাটানি

সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী

শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ম্যানইউ

সন্তানের জন্মে ব্যতিক্রমী উদ্‌যাপন

আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনা সমঝোতা ছাড়াই শেষ

কুতুবদিয়া চ্যানেল পাড়ি / সবার আগে তীরে পৌঁছে গেলেন ১৮ বছরের তরুণ রাব্বি

শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়

‘বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন’

১০

‘১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব’ ফেসবুকে পোস্ট করা আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

গামিনিকে আনুষ্ঠানিক বিদায় জানাল বিসিবি

১২

প্রধান উপদেষ্টা ডাকলে আমরা যাব, অন্য দল দিয়ে কেন : সালাহউদ্দিন

১৩

৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে এক নেতাকে নোটিশ ছাত্রদলের

১৪

২৩ মাঠ কর্মকর্তাকে বদলি

১৫

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দিল ৩৬ দেশের সেনা

১৬

মামদানিকে হারাতে কোটি কোটি ডলার ব্যয় করেন ২৬ ধনকুবের

১৭

একসময়ের ময়লার ভাগাড় আজ মাঠ, চলছে জমজমাট ক্রিকেট

১৮

শারীরিক প্রতিবন্ধী চৈতি রানী দেব হতে চায় দৌড়বিদ

১৯

এশিয়ার আর্চারির শীর্ষ পদে বাংলাদেশের চপল

২০
X