সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনা-কাদেরসহ সাড়ে ৫শ জনের বিরুদ্ধে চার্জশিট

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে তিন ছাত্র-জনতা নিহতের মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ দলটির ৫৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সিরাজগঞ্জ আদালত পরিদর্শক মো. রওশন ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তদন্তকারী কর্মকর্তা ৩টি হত্যা মামলায় চার্জশিট জমা দিয়েছেন। তবে এখনো ম্যাজিস্ট্রেট সেটি রিসিভ করেননি। আসামিদের জামিন আবেদন শুনানির জন্য চার্জশিট জজ আদালতে রয়েছে।

চার্জশিটে অভিযুক্ত অন্য আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবীর বিন আনোয়ার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সাবেক পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, যুবলীগ নেতা আবু মুছা রয়েছেন।

প্রসঙ্গত, সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও ছাত্রদল কর্মী সুমন শেখকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় ২২ আগস্ট রাতে সোহানুর রহমান রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন বাদী হয়ে এজাহারনামীয় ১৫০ ও নিহত মো. সুমনের বাবা গঞ্জের আলী বাদী হয়ে ১৫৪ জনের নাম উল্লেখ করে এবং নিহত আবদুল লতিফের বোন সালেহা খাতুন বাদী হয়ে ১৫৯ জনের নাম উল্লেখ করে পৃথক ৩টি হত্যা মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। এসব মামলার প্রতিটিতে সাবেক দুই এমপি হাবিবে মিল্লাত মুন্না ও জান্নাত আরা হেনরী, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এবং জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়।

মামলাগুলোর বিবরণে উল্লেখ করা হয়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ছাত্র-জনতার একটি মিছিল পৌর শহরের এস এস সড়ক দিয়ে শহরের ভেতর দিকে আসে। তখন আসামিরা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ ও হামলা চালান। এ সময় রঞ্জু মিয়া, আবদুল লতিফ ও মো. সুমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি হিসেবে অভিযুক্ত করে রঞ্জু হত্যায় ১৯৫ সুমন হত্যায় ১৭৬ ও লতিফ হত্যায় ১৭৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছেন।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, মামলা তিনটির তদন্ত শেষে গত বুধবার আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তবে আমার জানা মতে এখন পর্যন্ত চার্জশিট সিন করেননি বিচারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে ভাড়া বাসা থেকে ১৮ রোহিঙ্গা আটক

ঢাকায় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ৩৪ জন গ্রেপ্তার

সরকারি ২৭ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

আ.লীগের আস্তিনের নিচে ১৫ বছর সংগঠন চালিয়েছে জামায়াত : অভি

ভালুকায় ফখরউদ্দিন আহমেদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

ডাস্টার ছুড়ে ছাত্রের মাথা ফাটানো সেই শিক্ষককে চূড়ান্ত অব্যাহতি

কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

রাবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ‘জব ফেয়ার’

পুকুর সেচে থানা লুটের অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম বন্দরে সক্ষমতা বাড়বে ১০ হাজার কনটেইনারের

১০

হলুদ শাড়িতে ভক্তদের মনে ঝড় তুললেন স্পর্শিয়া

১১

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১২

প্রত্যেক মার্কিনিকে ২ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

১৩

হাসিনা-কাদেরসহ সাড়ে ৫শ জনের বিরুদ্ধে চার্জশিট

১৪

বিএনপির এক নেতাকে শোকজ

১৫

পর্দায় রোমান্স করার মতো অবস্থায় এখনো ফিরতে পারেননি বাপ্পি

১৬

নগদে মিলছে ক্যাডেট কলেজ ভর্তি ফি প্রদানের সুযোগ, নেই অতিরিক্ত খরচ

১৭

হাসপাতাল থেকে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

১৮

‘চব্বিশের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না’

১৯

আশরাফুলের ব্যাটিং কোচ হওয়া নিয়ে যা বললেন শান্ত

২০
X