

উখিয়া প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক কালবেলার উখিয়া প্রতিনিধি দিপন বিশ্বাসের মা স্মৃতি কণা চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ছিলেন। তার স্বামী গোপাল চন্দ্র বিশ্বাস উখিয়ার টাইপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা স্মৃতি কণা চৌধুরী ভারতের চেন্নাইয়ে তিন মাস ১৫ দিন চিকিৎসা শেষে দেশে ফেরেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।
পারিবারিক সূত্র জানায়, সোমবার সকালে উখিয়া মহাশ্মশান প্রাঙ্গণে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন