টাঙ্গাইলের সখিপুরে হতেয়া গ্রামের মীম ও ঝুমা নামের নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে পার্শ্ববর্তী পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সখিপুরে হতেয়া গ্রামের কৃষক কামরুল মেয়ে মীম এবং বাবুলের মেয়ে ঝুমা। তারা দুজনই হতেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। কেরানীপাড়া গ্রামের আব্দুস সালাম বলেন, সখিপুরে গুম, খুন বেড়েই চলেছে। নিখোঁজের পরেই মিলছে তাদের মরদেহ। এ অবস্থায় আমরা দুশ্চিন্তায় দিন পার করছি। প্রশাসনের সুদৃষ্টি না এলে সখিপুর একদিন নরকে পরিণত হবে।
হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন খান জানান, শিশু দুটির নিখোঁজের ঘটনা জানতে পেরেই আমরা এলাকায় মাইকিং করে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার পাশাপাশি পুকুর আশপাশের এলাকায় খোঁজাখুঁজি চলে।
টাঙ্গাইলের সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, এলাকাবাসী পার্শ্ববর্তী পুকুরে জাল ফেলে রাতেই মরদেহ দুটি উদ্ধার করেন। স্বজনরা জানিয়েছে, শিশু দুটির মাছ মারার অভ্যাস রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটতে পারে।
মন্তব্য করুন