

খুলনার কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরসনে কর্মপরিকল্পনা যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা আনসার ভিডিপি হলরুমে কারিতাস বাংলাদেশের (ডিসিএফ) প্রকল্পের আয়োজনে এ কর্মপরিকল্পনা যাচাই সভা অনুষ্ঠিত হয়।
মহারজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিভূতী ভূষণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তরুণ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুনার রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমেদ, ফায়ার সার্ভিসের টিম লিডার আ. আহাদ, সাংবাদিক সদর উদ্দীন আহমেদ, রিয়াছাদ আলী, সিবিএম গ্লোবালের ডিজেব্লিটি ইনক্লুশন অফিসার তানজিনা সাইফুল, ইউপি সদস্য আবু সাইদ, আ. মান্নান, কামাল হোসেন, কারিতাস বাংলাদেশের হাসিবুল ইসলাম টুটুল, প্রতিবন্ধী সদস্য শাহবাজ হোসেন, আরাফাত হোসেন, মর্জিনা খাতুন।
কর্মপরিকল্পনায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, আশ্রয়কেন্দ্র প্রস্তুতি, প্রতিবন্ধীবান্ধব উদ্ধার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের তথ্য ও প্রয়োজনীয় সংশোধনী উপস্থাপন করেন।
কর্মপরিকল্পনা যাচাই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, নারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন