বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট বোরহান উদ্দিন কবীরকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে।
বোরহান উদ্দিনের অনিয়ম-দুর্নীতি তুলে ধরে ৬ সেপ্টেম্বর কালবেলার অনলাইন সংস্করণে ‘সরকারি হাসপাতালের ওষুধ-রক্ত গোপনে নিজের ক্লিনিকে সাপ্লাই’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। পর দিন ৭ সেপ্টেম্বর বোরহান উদ্দিনকে বদলি করা হয়।
এ আদেশ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বদলির বিষয়টি রোববার (১৭ সেপ্টেম্বর) এলাকায় প্রচার পায়। মেডিকেল টেকনোলজিস্ট বোরহান উদ্দিন নিজেও বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম ও মহাপরিচালকের পক্ষে সরকারি পরিচালক (প্রশাসন-১) ডা. মুহাম্মদ মইনুল হক খানের সই করা বদলির আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরাধীন কর্মচারী মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) বোরহান উদ্দিনকে তার কর্মস্থল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া থেকে বদলি করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কিশোরগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) শূন্য পদে বহাল করা হয়েছে।
আদেশ জারির পাঁচ দিনের মধ্যে ছাড়পত্র গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় ষষ্ঠ দিনে সরাসরি অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে।
মন্তব্য করুন