

ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ ওরফে তাবরীজের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ফলে বেনজীর আহমেদ ওরফে তাবরীজ পুনরায় স্বীয় পদ ফিরে পেলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।
চিঠিতে বলা হয়, ‘ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হলো।’
কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে পাঠানো যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের স্বাভাবিক কার্যক্রম আরও সুদৃঢ় করতে এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বেনজির আহমেদ তাবরিজ এর বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় এবং সপদে বহাল করায় তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে শহরের মহাখালী পাঠশালার মোড়ে অবস্থিত মাছরাঙ্গা শপিং কমপ্লেক্সের সামনে থেকে এক তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জনতা ব্যাংকের মোড়ে গিয়ে পৌঁছলে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম কায়েস ও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ।
এতে মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজের ওপর বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় এবং স্বপদে বহাল করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ জাতীয়তাবাদী দল ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নয়নসহ বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ও ফরিদপুর জেলা শাখার নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
এ ছাড়া আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দেশবাসীর কাছে আহ্বান করা হয়। এ উপলক্ষে সোমবার (২৪ নভেম্বর) বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। পরে মিষ্টি বিতরণ করা হয়।
মন্তব্য করুন