

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, গণতন্ত্রের আপোশহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশ কাঁদছে। দেশের ক্রান্তিকাল অতিক্রম করতে এখনো প্রয়োজন বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব।
রোববার (৩০ নভেম্বর) বিকালে ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সরওয়ার আলমগীর বলেন, যারা সূর্য দাঁড় করানোর মত ইসলাম বিদ্বেষী বক্তব্য দেন, তাদের কাছ থেকে দেশ হেফাজত করতে হবে এবং আল্লাহ যেন তাদের হেদায়েত করেন।
উত্তর ফটিকছড়ি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজারে আয়োজিত জনসভায় বিএনপি নেতা ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে যুবদল নেতা মোহাম্মদ আকরামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মিহির চক্রবর্তী, নাজিম উদ্দিন শাহীন, এজাহার মিয়া, শাহনেওয়াজ সেবুল, মনছুর আলম চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী।
বক্তব্য রাখেন আবুল হোসেন আবু, অদু সওদাগর, আবুল খায়ের, আবুল বশর মাস্টার, মোহাম্মদ এনাম, মো. আলী সিকদার, মানিক সওদাগর, নাজিম উদ্দিন বাচ্চু, ওসমান চৌধুরী, শাহারিয়ার চৌধুরী, আহমদ ছাফা, জাহেদুল আলম, আবু আজম তালুকদার, মহিউদ্দিন, মিল্টন খন্দকার, সাকিল চৌধুরী রনি, আলাউদ্দিন তানভীর।
মন্তব্য করুন