চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রামে শ্রমিক সমাবেশ

‘সরকারের বোধোদয় না হলে শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে’

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) শ্রমিক সমাবেশ ও পতাকা মিছিল। ছবি : কালবেলা
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) শ্রমিক সমাবেশ ও পতাকা মিছিল। ছবি : কালবেলা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) অন্যান্য স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ এবং লালদিয়ার চর ও পানগাঁওয়ের ইজারা চুক্তি বাতিলের দাবিতে শ্রমিক সমাবেশ ও পতাকা মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।

বুধবার (০৩ ডিসেম্বর) প্রবর্তক মোড়ে বিকেল ৩টায় সমাবেশের পর এক লাল পতাকা মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজির দেউরিতে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বন্দরের এনসিটিসহ অন্যান্য স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ এবং লালদিয়ার চর ও পানগাঁওয়ের ইজারা চুক্তি বাতিলের দাবি জানান। একই সঙ্গে আগামী ৫ ডিসেম্বর সাগরিকায় শ্রমিক-জনসভা সফল করার আহ্বান তুলে ধরা হয়।

সভাপতি তপন দত্ত বলেন, স্কপের নেতৃত্বে বন্দর রক্ষার আন্দোলন ইতোমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরপরও সরকারের বোধোদয় না হলে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে। তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ৯ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তপন দত্ত বলেন, শ্রমিক অধ্যুষিত এলাকায় ন্যায্যমূল্যের দোকান স্থাপন ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি এখন সময়ের দাবি। অন্য নেতারাও তাদের বক্তব্যে একই দাবি জোরালোভাবে উপস্থাপন করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত এবং পরিচালনা করেন যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান। অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য দেন বঙ্গ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন, কার্যকরি সভাপতি শামসুর রহমান স্বপন ও মো. সেলিম উদ্দিন।

এছাড়া বক্তব্য দেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, পাহাড়তলী-সাগরিকা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, ইনসাব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বাবুল হোসেন আনিস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হানিফ, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. পারভেজ, হোটেল সেন্ট মার্টিনের সিবিএ সভাপতি মিজানুর রহমান, মৎস্যজীবী ইউনিয়নের নেতা ননী গোপাল দাশ ও নারী নেতা আদুরী কনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি : মঈন খান

গহরপুর জামিয়ার ‘পথিকৃৎ শিক্ষক সম্মাননা’ বৃহস্পতিবার

নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে যে পরামর্শ দিলেন তথ্যসচিব

মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেত্রীর পোস্ট, ছাত্রদলের প্রতিক্রিয়া

বিশ্বকাপ ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী আর্জেন্টিনার ‘বাজপাখি’

ময়মনসিংহে ৮ দলের সমাবেশ ঘিরে তৎপর প্রশাসন

অনুমতি ছাড়া স্টেডিয়ামে হেলিকপ্টারের অবতরণ, সমালোচনার ঝড়

সাপ দেখে ভয়ে টেবিলে উঠে পড়লেন ব্যাংক কর্মীরা

গোলাপ শাহ্ মাজারের দান বাক্সে মিলল সাড়ে ৫৬ লাখ টাকা

প্রবাসীরা কতদিন পর্যন্ত ফোন রেজিস্ট্রেশন ছাড়াই চালাতে পারবেন?

১০

বিপিএল নিলামের পরও নোয়াখালীর চমক

১১

খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার

১২

চট্টগ্রামে শ্রমিক সমাবেশ / ‘সরকারের বোধোদয় না হলে শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে’

১৩

স্কুলে ভর্তিতে মাউশির জরুরি বিজ্ঞপ্তি

১৪

এশিয়ান কাপ বাছাইয়ের তিন ম্যাচে বাফুফের আয় ৪ কোটি

১৫

খালেদা জিয়ার আরোগ্য কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া মাহফিল

১৬

গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে : অধ্যাপক মুজিবুর রহমান

১৭

কাপ্তাই লেকে বৈদ্যুতিক শক দিয়ে মাছ নিধন, সরঞ্জামসহ নৌকা জব্দ

১৮

ওয়ার্ল্ড পাইলস ডে : অ্যালায়েন্স কলোরেক্টাল-বায়োফিডব্যাক সেন্টারের সচেতনতা সভা

১৯

৭৫ রানে অলআউট হয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হার

২০
X