

বেশি দামে সার বিক্রি, কৃষকদের সঙ্গে প্রতারণাসহ নানা অনিয়মের অভিযোগে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজারে দুই সার ব্যবসায়ীকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ দিন দুপুরে মাগুরার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই বাজারে বিসিআইসি ও বিএডিসি সার ডিলার, সার-কীটনাশকের সাব ডিলার, বীজ, ফার্মেসি, মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করে।
এ সময় মেসার্স মিলন এন্টারপ্রাইজ নামক বিসিআইসি ও বিএডিসি সার ডিলার প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষক ও সাব ডিলারের অভিযোগ করেন ডিলার প্রতিষ্ঠানটি বেশি দামে সার বিক্রয় করলেও সঠিকভাবে ভাউচার দেন না।
ডিএপি সারের দাম নেওয়া হয়েছে সরকার নির্ধারিত দামের বেশি অথচ তাকে কোনো ধরনের ভাউচার প্রদান করা হয়নি। রেজিস্টার দেখে বিভিন্নজনের সঙ্গে কথা বলার পর ডিলার প্রতিষ্ঠানটি তাদের অপরাধের কথা স্বীকার করে।
এ ছাড়া প্রতিষ্ঠানটি র্যাক থেকে প্রচুর মেয়াদোত্তীর্ণ কীটনাশক পণ্য জব্দ করা হয়। সারের দাম বেশি নেওয়াসহ কৃষকদের সঙ্গে এমন প্রতারণামূলক অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মিলন কুমার ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০, ৪৫ ও ৫১ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তী সময়ে ওই বাজারের অপর একটি সাব ডিলার প্রতিষ্ঠান মেসার্স বিশ্বাস ট্রেডার্সকে ক্রয়-বিক্রয় ভাউচার না রাখা, সারের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে সার বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের সবাইকে ভবিষ্যতে এ ধরনের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
এ সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলামসহ পুলিশ সদস্যরা।
মন্তব্য করুন