

চট্টগ্রামে ‘ওয়ানপ্লাস’ নামে বৈদ্যুতিক তার উৎপাদন কারাখানায় অভিযান পরিচালনা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঝঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের প্রমাণ পেয়েছে র্যাব। এ ঘটনায় অনুমোদনবিহীন বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করার পাশাপাশি ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর কদমতলী এলাকায় ‘ওয়ানপ্লাস’ নামে কোম্পানিতে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রতিনিধি ফিল্ড অফিসার প্রকৌশলী মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ছিলেন। এ সময় র্যাব-৭, চট্টগ্রামের একটি দল সহযোগিতা করে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, অভিযান চলাকালে প্রতিষ্ঠানটিতে অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয় এবং এসব পণ্য জব্দ করা হয়।
জনস্বার্থে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ পণ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত বৈদ্যুতিক সরঞ্জাম বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন