

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে দেয়ালে চিকা মারার সময় তিনজনকে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা মসজিদ সংলগ্ন কবরস্থান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তাররা হলেন— নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন পৌরসভা যুবলীগের সহসভাপতি তারেক হোসেন এবং একই দলের কর্মী মো. আকরাম ও মোহাম্মদ বেলাল।
এদিকে, রোববার আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে নানুপুর বাজার এলাকা থেকে দুজনকে আটক করে পুলিশ। তারা হলেন— হাসান মুন্সী ও দিদারুল আলম।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগের দিন আরও দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন