মৌলভীবাজারের শেরপুর এলাকা থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কারিন্দ্র সরকার (৪৫)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের বড় উজিরপুর গ্রামের মৃত ভানেস্বর সরকারের ছেলে।
বুধবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য নিশ্চিত করেছে। র্যাব জানায়, মৌলভীবাজার সদর থানার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায় ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। আসামি ও জব্দকৃত আলামত মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন