বগুড়ায় বিশ্ব নদী দিবসে করতোয়া নদীতে পানিপ্রবাহ নিশ্চিত করার দাবিতে কাগজের প্রতীকী নৌকা ভাসিয়েছে শিক্ষার্থীরা। বগুড়া জেলা পরিবেশ আন্দোলনের উদ্যোগে মানববন্ধন, শোভাযাত্রা শেষে করতোয়া নদীতে প্রতীকী কাগজের নৌকা ভাসিয়ে দখল দূষণমুক্ত নদীর দাবি জানান তারা।
রোববার দুপুর ১২টায় বগুড়া মহিলা কলেজের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নদী সংলগ্ন এসপি ব্রিজে এ কর্মসূচি পালন করা হয়।
আড়াই হাজার বছর আগে যে নদীকে ঘিরে গড়ে উঠেছিল পুন্ড্র সভ্যতা, কালের আবর্তে সেই করতোয়া নদী আজ মৃতপ্রায়। বগুড়া শহরের মধ্য দিয়ে প্রবাহিত নদীর প্রায় ২০ কিলোমিটার দখল আর দূষণ। এঁকেবেঁকে চলা নদীর গতি মানব সৃষ্ট দুর্যোগের কবলে। নদী শীর্ণকায় হয়েছে একটি খাল। কোথাও সামান্য পানি তাও দূষণে কালো। সেতুর নিচ দিয়ে নদীর প্রশস্ত সীমারেখা বোঝা গেলেও পানির প্রবাহ জীর্ণ নালার মতো। নদীর বুকে অনেক জায়গায় চাষাবাদও হয়ে থাকে।
আদালতের নির্দেশনায় নদীর অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের তৎপরতা দেখা গেলেও দূষণ রোধে কোনো উদ্যোগ নেই। সম্প্রতি আগস্ট মাসে নদী থেকে কচুরিপানা পরিষ্কার কর্মসূচি শুরু করেছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এদিকে ২৪ সেপ্টেম্বর রবিবার বগুড়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া শাখার উদ্যোগে মানববন্ধন, শোভাযাত্রা এবং করতোয়া নদীতে প্রতীকী কাগজের নৌকা ভাসানো কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়।
বাপা বগুড়া জেলা শাখার সহসভাপতি অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে করতোয়া নদী তীরবর্তী বগুড়া মহিলা কলেজ প্রাঙ্গণে বিশ্ব নদী দিবস কর্মসূচির উদ্বোধন করেন বগুড়ার বিশিষ্ট শিক্ষাবিদ-প্রাবন্ধিক, কবি বজলুল করিম বাহার।
এ সময় নদী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, বাপা কেন্দ্রীয় সদস্য ও বগুড়া শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।
বক্তব্য রাখেন বগুড়া মহিলা কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন রাজু, শিক্ষাবিদ মিজানুর রহমান। বগুড়া মহিলা কলেজের দুই শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসপি ব্রিজে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাপা বগুড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার।
মানববন্ধন শেষে শিক্ষার্থীদের নিয়ে বাপা নেতারা মহিলা কলেজ সংলগ্ন করতোয়া নদীতে প্রতীকী কাগজের নৌকা ভাসানোর মধ্য দিয়ে পুরো কর্মসূচি শেষ হয়।
মন্তব্য করুন