চাঁদাবাজি মামলার সংবাদ প্রকাশ করার জেরে দৈনিক কালবেলার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেলের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রার অফিসে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা হলেন- বালিয়াকান্দি বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের মৃত হবিবর মোল্লার ছেলে সাব-রেজিস্ট্রার অফিসের স্টাম্প ভেন্ডার ইকরাম মোল্লা (৪০) ও তার ভাই আরিফ মোল্লা (২৫)।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর দৈনিক কালবেলা পত্রিকার অনলাইনে ‘স্বর্ণ ব্যবসায়ীকে আটকে চাঁদার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এ ঘটনার জেরে আসামিরা স্বর্ণ ব্যবসায়ী রতন কর্মকারের দায়ের করা মামলায় আগাম জামিনে এসে সাংবাদিকের ওপর হামলা চালায়।
আহত সাংবাদিক রিয়াদ হোসেন রুবেল বলেন, বালিয়াকান্দি কুন্ডু পাড়ার বাসিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী রতন কর্মকার বাদী হয়ে ইকরাম মোল্লাসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই চাঁদাবাজির বিষয়টি পত্রিকায় প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে হাইকোর্ট থেকে জামিনে এসে স্ট্যাম্প ভেন্ডার ইকরাম মোল্লা ও তার ভাই আরিফ মোল্লাসহ অজ্ঞাতনামা ৩-৪ জন বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রি অফিসের সামনে আমার ওপর আতর্কিত হামলা করে।
তিনি বলেন, স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এএসআই মকবুল হোসেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ওসি স্যার বাইরে আছে। তিনি থানায় এসে যাকে দায়িত্ব দিবেন তিনি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।
মন্তব্য করুন