প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ৮৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘণ্টায় ৮৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ব্যাপকহারে পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চল ও নদী তীরবর্তী মানুষের উৎকণ্ঠা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা কুদরুত আলী জানান, এখনো নিচু জমিতে ফসলের কোনো ক্ষতি হয়নি। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চরাঞ্চলের নিচু ফসলি জমিতে পানি প্রবেশ করতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, হঠাৎ যমুনা নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। আরও দুই-একদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। পানি বৃদ্ধির ফলে শিমুলতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভান্ডারবাড়ি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে ওই দুই স্থানে পাউবো ঠিকাদার কর্তৃক জরুরি ভিত্তিতে জিও টেক্স বস্তা ফেলা হচ্ছে।
মন্তব্য করুন