বগুড়ার ধুনট উপজেলায় চোরাই গরুসহ মিনহাজ উদ্দিন মিঠু নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মিনহাজ উদ্দিন (৪৩) বর্তমানে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
এ ঘটনায় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গরুর মালিক আব্দুল লতিফ বাদী হয়ে মিনহাজ উদ্দিন মিঠুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।
মিঠু ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের আছাব আলী মন্ডলের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাটিকোড়া গ্রামের রইচ উদ্দিন আকন্দের ছেলে আব্দুল লতিফ একজন ক্ষুদ্র খামারি। অন্যান্য দিনের গতকাল রাতে তার গোয়ালঘরে ৪টি গরু ছিল। মধ্যরাতে মিঠু ১টি গরু চুরি করে পার্শ্ববর্তী ঢেকুরিয়া গ্রামের দিকে রওনা হয়।
একপর্যায়ে মিনহাজ উদ্দিন মিঠু ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী বাইপাস মোড়ে পৌঁছলে স্থানীয় পথচারীদের সন্দেহ হলে তাকে ১টি গরুসহ আটক করে।
তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে গরুর মালিক আব্দুল লতিফ ঘটনাস্থলে পৌঁছে গরুটি (গাভী) তার বলে শনাক্ত করেন। পরে স্থানীয়রা গরুসহ মিঠুকে থানায় সোপর্দ করে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, মিঠুকে গরু চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে এই গরু চুরির সাথে অন্য কেউ জড়িত আছে কিনা এবং এলাকায় অন্যান্য গরু চুরির ঘটনার সাথে সে জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।