সিলেটের পাথর ছিটকে আরিফ মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দর থানার ধোপাগুলে পাথর ভাঙার মেশিন থেকে একটি টুকরো ছিটকে মুখে আঘাত লাগলে শ্রমিকের মৃত্যু হয়।
নিহতের বিষয়টি বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন কালবেলাকে নিশ্চিত করেছেন।
পুলিশের সূত্রে জানা গেছে, আরিফ ধোপাগুলে মামুন মিয়ার নামের একজনের পাথর ভাঙর মেশিনে শ্রমিক হিসাবে কাজ করতেন। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় একটি পাথর ছিটকে গিয়ে সরাসরি তার মুখে আঘাত করলে সে গুরুতর আহত হয়। উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বে থাকা ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফ মিয়া (২০) বিমানবন্দর থানার সাহেববাজার এলাকার আলীনগর গ্রামের আমিন মিয়ার ছেলে।
নিহতের বিষয়ে বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন বলেন, আরিফ নামের এক শ্রমিকের কাজ করা অবস্থায় পাথর ছিটকে গিয়ে তার মুখে আঘাত করলে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারের থেকে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন