কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

কবি রাধাপদ রায়ের ওপর হামলা, তিন দিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা 

কবি রাধাপদ রায়। ছবি : সংগৃহীত
কবি রাধাপদ রায়। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানের অনুগতদের হামলায় আহত কবি রাধাপদ রায়ের শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তিনি। তিন দিনেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ থানা পুলিশ। পুলিশের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী কবিপুত্র জুগল রায়।

কবি রাধাপদ রায়ের ছেলে জুগল রায় বলেন, পরিকল্পিতভাবে আমার বাবার ওপর হামলা চালায় ভেতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফির মদদপুষ্ট রফিকুল ইসলাম ও কদুর আলী। থানায় মামলা করার তিন দিন অতিবাহিত হলেও পুলিশ অভিযুক্তদের কেন গ্রেপ্তার করছে না, তা আমার বোধগম্য নয়। আসামিরা কবে গ্রেপ্তার হবে।

জানা গেছে, ৩০ সেপ্টেম্বর সকালের দিকে জেলার নাগেশ্বরী উপজেলার ভেতরবন্দ ইউনিয়নের গোদ্ধারের পাড় গ্রামে কবি রাধাপদ সরকারের ওপর আক্রমণ চালায় ভেতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম সফির অনুগত রফিকুল ইসলাম ও কদুর আলী নামের দুই দুর্বৃত্ত। দেশীয় অস্ত্র দিয়ে কবির শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি আঘাত করে এবং কোমরে লাথি মারে। অমানবিক নির্যাতনে রাধাপদ রায় গুরুতর আহত হলে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিযুক্তরা একই ইউনিয়নের কচুয়ারপাড় এলাকার মৃত মোহাম্মদ আলী দুই ছেলে।

এ প্রসঙ্গে ভেতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম সফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কবির ওপর হামলা হয়েছে। আসামিরা আমার পরিচিত। তবে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই।

এ ব্যাপারে নাগেশ্বরী থানার ওসি মো. আশিকুর রহমান জানান, কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আসামি দুজনের কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন বলেন, আহত রাধাপদ রায়ের অবস্থা খারাপ। আমরা দ্রুত উন্নত চিকিৎসা দেওয়ায় ব্যাপারে তার পরিবারকে পরামর্শ দিয়েছি।

উল্লেখ্য, রাধাপদ রায়ের জীবনে বেশি দূর পড়ালেখা করতে পারেননি। পড়েছেন মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত। নিজের লেখা গান, কবিতা মানুষকে শুনিয়ে সামান্য উপার্জনে চলে তার সংসার। আঞ্চলিক ভাষায় তার লেখা গান ও কবিতাগুলো বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে তার লেখা কবিতা ‘কেয়ামতের আলামত জানি কিন্তু মানি না’ শিরোনামে কবিতাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত রাধাপদ রায়ের নিজের লেখা আঞ্চলিক ভাষায় শতাধিক গান ও কবিতা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেত্রীর বাসায় মিলল যুবকের লাশ

ম্যাচ চলাকালে আঘাত পেয়ে প্রাণ গেল তরুণ খেলোয়াড়ের

তারেক রহমানের পক্ষে ১০টি পূজামণ্ডপে ইঞ্জিনিয়ার আমিনুরের অনুদান

৭ দাবিতে এবার ১২ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা

ইনকা সাম্রাজ্যের দেশে জেন-জি ঢেউ, চাপে প্রেসিডেন্ট

ভারত থেকে কার ভয়েস মেসেজ পেলেন নওশাবা?

‘প্রেম আমার’-এ মুগ্ধতা ছড়াচ্ছেন হৈমন্তী

দুর্গাপূজায় ৪৯ বিচ্ছিন্ন ঘটনায় ১৫ মামলা, গ্রেপ্তার ১৯: আইজিপি

সামনের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ : ড. ইউনূস

পূজা ঘিরে গাজীপুরে ভোটের হাওয়া, সম্প্রীতির বার্তা নেতাদের

১০

ইসলামী আন্দোলনের ১২ দিনের কর্মসূচি ঘোষণা

১১

মতামত ছাড়াই বিভাগের সিদ্ধান্ত / প্রাক নিকার সচিব কমিটিকে লিগ্যাল নোটিশ

১২

বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু

১৩

ক্ষমা চাইলেন লিটন দাস

১৪

‘কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে’

১৫

পার্থ-বৃষ্টির ‘এই শহরে মেঘেরা একা’ 

১৬

বৃষ্টি-তাপমাত্রা নিয়ে ২৪ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৭

গবেষণা / টুথব্রাশ কতদিন পর বদলাবেন?

১৮

বিচ্ছেদের পথে নিকোল-আরবান

১৯

ইসরায়েলকে নিষিদ্ধ করতে মঈন আলীসহ ৫০ খেলোয়াড়ের চিঠি

২০
X