ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরছেন ৬ বাংলাদেশি জেলে। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশের বেনাপোল সীমান্তে বিএসএফ সদস্যরা এসব জেলেদের বিজিবির কাছে হস্তান্তর করেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জেলেদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) থেকে তৌহিদুল ইসলামের মালিকানাধীন এফ বি মারিয়া নামক একটি ট্রলার ছয় জেলেকে নিয়ে মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে যাত্রা শুরু করে। কয়েক ঘণ্টা চালানোর পর ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি স্রোতে ভাসতে ভাসতে দেশের জলসীমা অতিক্রম করে ভারতে চলে যায়। ২০২০ সালের ৮ জানুয়ারি ভারতের বন বিভাগের কর্মীরা অনুপ্রবেশের অপরাধে ট্রলারটিসহ ছয় জেলেকে মামলা দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ আদালতের মাধ্যমে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাড়ইপুর কারগারে পাঠায়। আদালত ওই ছয় জেলেকে তিন বছরের সাজা দেন। চলতি বছরের ১৭ আগস্ট ওই সাজা শেষ হয়।
ফিরে আসা জেলেরা হলেন- পাথরঘাটার চরদুয়ানী এলাকার মো. বেল্লাল মাঝি, দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন, তালুকচরদুয়ানী গ্রামের মো. এমাদুল হক, একই এলাকার মো. শাহিন, জ্ঞানপাড়া গ্রামের আবদুল হক ও পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ার চরখালী এলাকার ইমরান হোসেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এসব জেলেরা ভারতের কারাগারে দুঃসহ জীবন কাটিয়েছেন। অনুপ্রবেশের দায়ে ৩ বছরের সাজা ভোগের মেয়াদ শেষ হলেও কারাগারে বন্দি ছিলেন। জেলেরা ফিরে আসায় এখন দুশ্চিন্তামুক্ত হয়েছে পরিবার।
মন্তব্য করুন