রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জালে উঠে এলো নিখোঁজ জেলের লাশ

রাজশাহীর কমলাপুর বিলে চলছে মাছ ধরা। ছবি : কালবেলা
রাজশাহীর কমলাপুর বিলে চলছে মাছ ধরা। ছবি : কালবেলা

রাজশাহীর গোদাগাড়ীতে জেলের মাছ ধরা জালে উদ্ধার হলো পানিতে ভেসে যাওয়া আরেক জেলের মরদেহ। শুক্রবার (৬ অক্টোবর) রাতে উপজেলার কমলাপুর বিলে জেলের জালে নিখোঁজ ওই জেলের লাশ আটকা পড়েছিল। পরে শনিবার (৭ অক্টোবর) গোদাগাড়ী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

থানার ওসি কামরুল ইসলাম কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। পরে নিহত জেলের আত্মীয়স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে ও জানান তিনি। এর আগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বৃষ্টির পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।

নিহত জেলের নাম মোকসেদ আলীর (৫৫)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের বাসিন্দা।

পুলিশ বলছে, গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারা দিনের বৃষ্টিতে গোদাগাড়ীর বিল পাতিকোলা ও কমলাপুর বিলের শত শত পুকুর ভেসে যায়। কমলাপুর বিলে এক মালিকের পুকুর রক্ষার জন্য বৃহস্পতিবার ২৫ জন শ্রমিক দুর্গাপুর থেকে কমলাপুর বিলে গিয়েছিলেন। তারা মালিকের অপেক্ষাকৃত নিচু পুকুরগুলো থেকে ওপরের পুকুরে মাছ তুলে আনার কাজ করছিলেন।

এ সময় উপজেলার চারটি ইউনিয়নের বৃষ্টির পানি প্রবল বেগে কমলাপুর বিলে নামতে থাকে। পুকুরের মাছ ধরার কাজে নিয়োজিত ২৫ জন শ্রমিক ওই স্রোতে ভেসে যান। এ সময় স্থানীয়রা পুলিশের জরুরি সেবার ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় এই ২৫ জন শ্রমিকের মধ্যে ২৪ জনকে উদ্ধার করে। নিখোঁজ ছিলেন মোকসেদ আলী।

মোকসেদ আলীর এক আত্মীয় জানান, কমলাপুর বিল থেকে পানির স্রোত বারণই নদীতে গিয়ে পড়েছে। পানির স্রোত যেদিকে গেছে তারা সেই দিক দিয়ে মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে খোঁজাখুঁজি করেও মোকসেদ আলীর সন্ধান পাননি।

স্থানীয়রা বলছে, কমলাপুর বিলে দুই থেকে আড়াই হাজার বিঘা জমিতে পুকুর ছিল। ভারী বর্ষণে সব পুকুর ভেসে গেছে। এই মাছ সারা বিলে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারা দিন বিভিন্ন এলাকার শত শত মানুষ এই বিলে মাছ ধরতে নামেন। তারা জাল দিয়ে সারা বিল ঘিরে ফেলেন। শুক্রবার রাতে মাছ ধরার জালে মোকসেদ আলীর লাশ আটকা পড়েছিল। দূরে যাতে ভেসে যেতে না পারে এ কারণে লাশ আটকে রেখেছিলেন মাছ ধরতে যাওয়া লোকজন। সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোকসেদ আলীর লাশ উদ্ধার করেছে। নিহত জেলের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা করে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ জানুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

গভীর রাতে দুর্ঘটনায় নেভী সদস্যসহ নিহত ৩

বেকারত্বে জর্জরিত বিশ্বের সবচেয়ে সুখী দেশ

আজ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা 

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে যাত্রী নিহত

কেরানীগঞ্জে শীতের পিঠামেলা

কাসেম সোলাইমানির ভাস্কর্য গুঁড়িয়ে দিল ইরানিরা

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

রাজধানীতে আজ কোথায় কী

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

১০

ইতালিতে তাপমাত্রা শূন্যের নিচে

১১

সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, সিরিয়ায় কারফিউ জারি

১২

৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৩

মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

১৪

পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্টদের গুলিতে আহত ২

১৫

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৬

চর দখলের চেষ্টা

১৭

নামাজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুসল্লির

১৮

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল, যা বললেন বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম

১৯

গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া : সেলিমুজ্জামান

২০
X