রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জালে উঠে এলো নিখোঁজ জেলের লাশ

রাজশাহীর কমলাপুর বিলে চলছে মাছ ধরা। ছবি : কালবেলা
রাজশাহীর কমলাপুর বিলে চলছে মাছ ধরা। ছবি : কালবেলা

রাজশাহীর গোদাগাড়ীতে জেলের মাছ ধরা জালে উদ্ধার হলো পানিতে ভেসে যাওয়া আরেক জেলের মরদেহ। শুক্রবার (৬ অক্টোবর) রাতে উপজেলার কমলাপুর বিলে জেলের জালে নিখোঁজ ওই জেলের লাশ আটকা পড়েছিল। পরে শনিবার (৭ অক্টোবর) গোদাগাড়ী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

থানার ওসি কামরুল ইসলাম কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। পরে নিহত জেলের আত্মীয়স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে ও জানান তিনি। এর আগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বৃষ্টির পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।

নিহত জেলের নাম মোকসেদ আলীর (৫৫)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের বাসিন্দা।

পুলিশ বলছে, গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারা দিনের বৃষ্টিতে গোদাগাড়ীর বিল পাতিকোলা ও কমলাপুর বিলের শত শত পুকুর ভেসে যায়। কমলাপুর বিলে এক মালিকের পুকুর রক্ষার জন্য বৃহস্পতিবার ২৫ জন শ্রমিক দুর্গাপুর থেকে কমলাপুর বিলে গিয়েছিলেন। তারা মালিকের অপেক্ষাকৃত নিচু পুকুরগুলো থেকে ওপরের পুকুরে মাছ তুলে আনার কাজ করছিলেন।

এ সময় উপজেলার চারটি ইউনিয়নের বৃষ্টির পানি প্রবল বেগে কমলাপুর বিলে নামতে থাকে। পুকুরের মাছ ধরার কাজে নিয়োজিত ২৫ জন শ্রমিক ওই স্রোতে ভেসে যান। এ সময় স্থানীয়রা পুলিশের জরুরি সেবার ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় এই ২৫ জন শ্রমিকের মধ্যে ২৪ জনকে উদ্ধার করে। নিখোঁজ ছিলেন মোকসেদ আলী।

মোকসেদ আলীর এক আত্মীয় জানান, কমলাপুর বিল থেকে পানির স্রোত বারণই নদীতে গিয়ে পড়েছে। পানির স্রোত যেদিকে গেছে তারা সেই দিক দিয়ে মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে খোঁজাখুঁজি করেও মোকসেদ আলীর সন্ধান পাননি।

স্থানীয়রা বলছে, কমলাপুর বিলে দুই থেকে আড়াই হাজার বিঘা জমিতে পুকুর ছিল। ভারী বর্ষণে সব পুকুর ভেসে গেছে। এই মাছ সারা বিলে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারা দিন বিভিন্ন এলাকার শত শত মানুষ এই বিলে মাছ ধরতে নামেন। তারা জাল দিয়ে সারা বিল ঘিরে ফেলেন। শুক্রবার রাতে মাছ ধরার জালে মোকসেদ আলীর লাশ আটকা পড়েছিল। দূরে যাতে ভেসে যেতে না পারে এ কারণে লাশ আটকে রেখেছিলেন মাছ ধরতে যাওয়া লোকজন। সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোকসেদ আলীর লাশ উদ্ধার করেছে। নিহত জেলের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা করে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় হালকা কুয়াশা, কিছুটা বেড়েছে শীত

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি এয়ারগানসহ ৪০৫ রাউন্ড গুলি উদ্ধার

২৪ নভেম্বর : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

কাকে শাস্তি দিতে চান হুমা কুরেশী?

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

জবি শিক্ষার্থীদের বাস সেবা দিতে চায় শিবির, অনুমতি দেয়নি কমিশন

ইউক্রেন শান্তি চুক্তি আলোচনায় বড় অগ্রগতি

এসএসসি পাসে মীনা বাজারে চাকরির সুযোগ

বিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা

১০

পুরুষদের প্রস্টেট চেক করানো কেন জরুরি

১১

১০৯ জন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ, ৫২ জনের গণশুনানি

১২

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, দ্বিতীয় ঢাকা

১৩

ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই : ইরান

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধে বৃদ্ধ নিহত

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

হুমকির মুখে তাপ বিদ্যুৎকেন্দ্র ও জাতীয় গ্রিড লাইন

১৭

স্বেচ্ছাসেবক দল নেতার পদত্যাগ

১৮

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে

১৯

আড়ং ডেইরিতে নিয়োগ, দ্রুত আবেদন করুন

২০
X