চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ার টিলারের ধাক্কায় হাসিবুর রহমান (২) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাখারিয়া গ্রামের পিচমোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সীমান্ত ইউনিয়নে একই গ্রামের মো. বিপুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে হাসিবুর মায়ের কোলে চড়ে রাস্তায় ভ্রাম্যমাণ গাড়ি থেকে প্লাস্টিকের জিনিসপত্র কিনতে যায়। এ সময় হঠাৎ সে মায়ের কোল থেকে নেমে রাস্তা পার হতে যায়। এমন সময় বেনীপুর গ্রামের মো. শরিফুল ইসলামের পাওয়ার টিলার তাকে ধাক্কা দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাসিবুরকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয়রা পাওয়ার টিলারটি আটকে রাখে। খবর পেয়ে জীবননগর থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে থানা-পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা পাওয়ার টিলারটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। তবে হাসিবুরের পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ নেই বলে জানিয়ে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি চেয়েছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন