সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে মাত্র ১৫ মিনিটে ফিল্মি স্টাইলে ৩৪২ মোবাইল চুরি!

চুরির ঘটনাস্থল পরিদর্শনের এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
চুরির ঘটনাস্থল পরিদর্শনের এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

সিলেটের জিন্দবাজারে মিলেনিয়াম মার্কেটের নিচ তলার ফিল্মি স্টাইলে দিন-দুপুরে দুই মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিটের ভিতরে ওই মার্কেটের সেল টেক ও মোবি হাট নামের ২টি দোকানে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট মহানগরীর জিন্দাবাজারের সিলেট মিলোনিয়াম মার্কেটে মোবি হাট ও কেল টাচ ফোনের দোকানে সকালে ফিল্মি স্টাইলে চুরির ঘটনা ঘটে। ১৫ মিনিটের মধ্যেই ডাকাতরা মার্কেটের মোভি হার্ট দোকান থেকে নগদ ৫ লাখ টাকাসহ দোকানে থাকা ২৩৬টি মোবাইল ফোন ও ওপর সেল টেক নামের আরেক দোকান থেকে ১০৬টি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মিলেনিয়াম মার্কেটের নিরাপত্তা কর্মীকে কৌশলে পান আনতে পাঠায় চোররা। নিচ তলার ৭ এবং ২২ নম্বর দোকানের তালা ভেঙে প্রবেশ করে তিনজন ব্যক্তি। দোকানে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায় তারা। যাওয়ার সময় দোকানে নতুন করে তালা লাগিয়ে যায় চোররা।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ারর আল মামুন, অতিরিক্ত (উত্তর) উপপুলিশ কমিশনার সাদেক কায়সার দস্তগীর, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) তপন সরকার, কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেল টেক দোকানের স্বত্বাধিকারী নোমান আহমেদ কালবেলাকে বলেন, সকালে জানতে পারি মার্কেটের ৭ নম্বর দোকান মোবি হাটে চুরি হয়েছে। পরে আমার দোকান খুলে দেখি দোকানের সব মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাতরা। দোকানে থাকা আইফোন, সামসং, শাওমি, ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ডাকাতি করেছে ডাকাতরা। প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল। আর মোবি হাটে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ও টাকা ছিল।

মোবি হাটের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম কালবেলাকে বলেন, আমার দোকানে থাকা ২৩৬টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও নগদ ৫ লাখ টাকা চুরি হয়েছে। দোকানে এসে দেখি দোকানের তালা কাটা। আমার সব কিছু শেষ হয়ে গেছে। পরে পুলিশকে জানালে তারা আমাদের দোকানগুলো পরির্দশন করেছেন। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ ও ডিবির টিম পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। আমরা এখনও মাকের্টের বিভিন্ন সিসি ফুটেজ সংগ্রহ করতেছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ কালবেলাকে বলেন, জিন্দাবাজারের দুই মোবাইলের দোকানে চুরি হয়েছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ৮ জনের একটি টিম চুরি করেছে। চোরদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

১০

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১১

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১২

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

১৩

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

১৪

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১৫

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১৬

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১৭

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১৯

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

২০
X