সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে মাত্র ১৫ মিনিটে ফিল্মি স্টাইলে ৩৪২ মোবাইল চুরি!

চুরির ঘটনাস্থল পরিদর্শনের এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
চুরির ঘটনাস্থল পরিদর্শনের এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

সিলেটের জিন্দবাজারে মিলেনিয়াম মার্কেটের নিচ তলার ফিল্মি স্টাইলে দিন-দুপুরে দুই মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিটের ভিতরে ওই মার্কেটের সেল টেক ও মোবি হাট নামের ২টি দোকানে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট মহানগরীর জিন্দাবাজারের সিলেট মিলোনিয়াম মার্কেটে মোবি হাট ও কেল টাচ ফোনের দোকানে সকালে ফিল্মি স্টাইলে চুরির ঘটনা ঘটে। ১৫ মিনিটের মধ্যেই ডাকাতরা মার্কেটের মোভি হার্ট দোকান থেকে নগদ ৫ লাখ টাকাসহ দোকানে থাকা ২৩৬টি মোবাইল ফোন ও ওপর সেল টেক নামের আরেক দোকান থেকে ১০৬টি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মিলেনিয়াম মার্কেটের নিরাপত্তা কর্মীকে কৌশলে পান আনতে পাঠায় চোররা। নিচ তলার ৭ এবং ২২ নম্বর দোকানের তালা ভেঙে প্রবেশ করে তিনজন ব্যক্তি। দোকানে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায় তারা। যাওয়ার সময় দোকানে নতুন করে তালা লাগিয়ে যায় চোররা।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ারর আল মামুন, অতিরিক্ত (উত্তর) উপপুলিশ কমিশনার সাদেক কায়সার দস্তগীর, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) তপন সরকার, কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেল টেক দোকানের স্বত্বাধিকারী নোমান আহমেদ কালবেলাকে বলেন, সকালে জানতে পারি মার্কেটের ৭ নম্বর দোকান মোবি হাটে চুরি হয়েছে। পরে আমার দোকান খুলে দেখি দোকানের সব মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাতরা। দোকানে থাকা আইফোন, সামসং, শাওমি, ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ডাকাতি করেছে ডাকাতরা। প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল। আর মোবি হাটে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ও টাকা ছিল।

মোবি হাটের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম কালবেলাকে বলেন, আমার দোকানে থাকা ২৩৬টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও নগদ ৫ লাখ টাকা চুরি হয়েছে। দোকানে এসে দেখি দোকানের তালা কাটা। আমার সব কিছু শেষ হয়ে গেছে। পরে পুলিশকে জানালে তারা আমাদের দোকানগুলো পরির্দশন করেছেন। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ ও ডিবির টিম পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। আমরা এখনও মাকের্টের বিভিন্ন সিসি ফুটেজ সংগ্রহ করতেছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ কালবেলাকে বলেন, জিন্দাবাজারের দুই মোবাইলের দোকানে চুরি হয়েছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ৮ জনের একটি টিম চুরি করেছে। চোরদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারিয়া কোরিনা কি নিজ ভুবনে শান্তিতে আছেন?

জ্বালানি ঘাটতির জন্য রাজনীতিবিদরাও দায়ী : ফাওজুল কবির

উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল

নতুন চমক নিয়ে ফিরছে ‘বাহুবলী থ্রি’

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

শাপলা প্রতীক না দিলে ধানের শীষও বাদ দিতে হবে : হাসনাত 

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব খেলা মানায় না: সাকিব

‘আমরা নিজেদের সঙ্গেই লড়ছি’ যশকে নিয়ে যা বললেন নুসরাত

এমবাপ্পের গোলের দিন ফ্রান্সের জয়, লুক্সেমবার্গকে হারিয়ে শীর্ষে জার্মানি

১০

সদরঘাটে চালকের ছুরিকাঘাতে চালক খুন

১১

মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে বিস্ফোরণ

১২

শরীরের সবচেয়ে নোংরা অংশ কোনটি, জানলে অবাক হবেন

১৩

ডেপুটি ম্যানেজার নিচ্ছে দারাজ, সপ্তাহে দুদিন ছুটি 

১৪

বিপিএলে কমছে দল সংখ্যা, জানা গেল নিলাম কবে

১৫

ক্যালিফোর্নিয়ার প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রমের উদ্বোধন

১৬

মৃত্যুর পর ভিক্ষুকের ঘরে মিলল বস্তাভর্তি টাকা

১৭

আজ হারলেই সিরিজ শেষ বাংলাদেশের

১৮

উত্তরে শীতের আমেজ, পঞ্চগড়ে ঘন কুয়াশা

১৯

স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর

২০
X