ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিদ্যুৎস্পর্শে দুই প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোনারামপুর ইউনিয়নের অলেক মিয়ার ছেলে কাতার প্রবাসী আল-আমিন (২৮) ও হেলো মিয়ার ছেলে সৌদি প্রবাসী মো. আবুল হোসেন (২৭)।
জানা গেছে, নিহত দুজনই ওই ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, আল-আমিন ও আবুল হোসেন ছুটি নিয়ে দেশে বেড়াতে আসেন। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই হন। দুপুরে আল-আমিন ও আবুল হোসেন জমির আইল কেটে জমি থেকে পানি সরানোর জন্য মাঠে যান। পাশেই একটি পরিত্যক্ত ঘরের বিদ্যুতের তার জমির পানিতে পড়ে ছিল। পরে জমির পানি সরানোর জন্য মাঠে নামার পরেই বিদ্যুৎস্পর্শ হন তারা। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনে তদন্ত অফিসারকে নির্দেশ দিয়েছি তদন্তের জন্য।
মন্তব্য করুন