দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

নিয়ম মেনে টিফিনের পর ক্লাস চলছে এন এন স্কুলে

নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ। ছবি : কালবেলা
নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ। ছবি : কালবেলা

দৈনিক কালবেলা পত্রিকায় ‘টিফিনের সময় স্কুল ছুটির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসেছে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় (এন এন) কর্তৃপক্ষ। এখন নিয়ম মেনে প্রতিদিন টিফিনের পর ক্লাস নিচ্ছেন শিক্ষকরা।

জানা গেছে, পঞ্চগড়ের দেবীগঞ্জে টেস্ট পরীক্ষার দোহাই দিয়ে সরকারি সময়সূচি সকাল ১০টা থেকে বিকেল ৪টার পরিবর্তে দুপুর ১টায় টিফিন পিরিয়ডে স্কুল ছুটি দেওয়ার অভিযোগ উঠেছিল নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূরুল ইসলামের বিরুদ্ধে।

গত ৮ অক্টোবর সরজমিনে দেখা যায়, দুপুর ১২টায় বেশকিছু শিক্ষার্থী বাসায় চলে যাচ্ছে। কেউবা আবার রাস্তায় ঘুরাঘুরি করছে। এ ছাড়া দুপুর ১টার সময় ষষ্ঠ থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থী বাসায় চলে যাচ্ছে। বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলা হলে তারা জানায়, নিয়মিত টিফিনের সময় ছুটি দিয়ে দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, শিক্ষক সংকট এবং টেস্ট পরীক্ষার অজুহাতে টিফিনের পর স্কুল ছুটির বিষয়টি পত্র-পত্রিকায় প্রকাশের পর গত সোমবার (১০ অক্টোবর) থেকে নিয়মিত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস নেওয়া হচ্ছে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, আগে প্রতিদিন টিফিন পিরিয়ডে ছুটি দেওয়া হতো। ১০ তারিখ থেকে প্রতিদিন টিফিনের পরও ক্লাস হচ্ছে।

সপ্তম শ্রেণির আরেক শিক্ষার্থী জানায়, টেস্ট পরীক্ষার কারণে অক্টোবরের শুরু থেকেই টিফিনের সময় ছুটি দেওয়া হতো। তবে সোমবার থেকে নিয়মিত ক্লাস হচ্ছে এবং টিফিনও দেওয়া হচ্ছে।

লিয়াকত আলী বসুনিয়া নামে এক অভিভাবক বলেন, আমার ছেলের কাছ থেকে জানতে পারি অক্টোবরের শুরুতে বেশ কিছুদিন টিফিনের সময় স্কুল ছুটি হয়ে যেত। তবে ইদানিং আবার বিকেল ৪ টা পর্যন্ত নিয়মিত ক্লাস হচ্ছে, টিফিনও দিচ্ছে। এটা সত্যি ভালো একটা খবর। এতে করে শিক্ষার্থীরা পড়ালেখার মধ্যে থাকতে পারবে।

ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক প্রত্যাশা টেস্ট পরীক্ষা এবং শিক্ষক সংকটের অজুহাতে আর যেন কখনো শিক্ষার্থীদের টিফিন পিরিয়ডে ছুটি দেওয়া না হয় এবং নিয়ম মেনে যেন ক্লাস নেওয়া হয় শিক্ষার্থীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারচুপির অভিযোগে মিস ইউনিভার্সের ২ বিচারকের পদত্যাগ

মুরগি চুরি নিয়ে বিরোধের ৯ দিন পর আরও এক স্কুলছাত্রের মৃত্যু

ডেলিভারির ফাঁকে মেয়েকে পড়াচ্ছিলেন বাবা, ভিডিও ভাইরাল

একই পরিবারের ৩ সদস্যকে হত্যার ঘটনায় মামলা

মানবপাচারকারী ফখরুলের পক্ষে সাফাই  / সাংবাদিকদের প্রশ্নের মুখে দ্রুত সভা শেষ করলেন আয়োজকরা

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া আসর আয়োজনের ভাবনা আমিনুল হকের

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজিরবিহীন আইন করল রাশিয়া

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে : ১২ দলীয় জোট

১০

যুবদল নেতা কিবরিয়াকে কারা হত্যা করেছে, জানাল র‌্যাব

১১

আদালতে পিবিআইর চার্জশিট, আত্মহত্যা করেছিলেন দুদকের পিপি নওরোজ

১২

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

১৩

ফোবানা বৃত্তি পেলেন নূর নবীসহ জবির পাঁচ শিক্ষার্থী

১৪

পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে প্রাণ গেল ট্রাকচালকের

১৫

পুত্রসন্তানকে প্রকাশ্যে আনলেন পরিণীতি-রাঘব

১৬

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

১৭

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

১৮

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

২০
X