মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৪:১৬ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বোধনের আগেই ধসে গেল ব্রিজের গাইড ওয়াল

ধসে যাওয়া ব্রিজের গাইড ওয়াল। ছবি : কালবেলা
ধসে যাওয়া ব্রিজের গাইড ওয়াল। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় থাকা এলজিইডির নব নির্মিত আরসিসি গার্ডার ব্রিজের গাইড ওয়াল ধসে পড়েছে। ফাটল দেখা দিয়েছে কংক্রিটের ব্লকেও। এলজিইডির নজরদারির অভাবে মেসার্স শেখ ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্মমানের কাজের সুযোগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

দেবীগঞ্জ উপজেলা সদরের সঙ্গে টেপ্রীগঞ্জ এবং চিলাহাটি ইউনিয়নের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ জিসি সড়ক। প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ ও শতশত পণ্যবাহী ট্রাকের যাতায়াত এই সড়কে। তিন বছর আগে এই সড়কের ডাড়া নদীর ওপরে পুরোনো ব্রিজটিতে ফাঁটল দেখা দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেসময় স্থানীয় প্রশাসনের উদ্যোগে এলজিইডি ব্রিজটি মেরামত করে এবং ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল শুরু করে। তবে নতুন একটি ব্রিজ নির্মাণের জন্য স্থানীয়রা দাবি জানায়।

উপজেলা প্রকৌশল অফিস থেকে জানা যায়, পুরোনো ব্রিজের পাশেই ২০২২ সালে এলজিইডির ব্যবস্থাপনায় ২ কোটি ২২ লাখ ৯৭ হাজার ৮৩০ টাকা ব্যায়ে ২০ মিটার নতুন গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। ব্রিজের সংযোগ সড়কের কাজও এখনো শেষ হয়নি। এ বছর ১৫ আগস্ট ব্রিজের কাজ শেষ করার কথা থাকলেও কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, দেবীগঞ্জ- ভাউলাগঞ্জ জিসি সড়কের ডাড়া নদীর ওপর নতুন করে ১.৫৩৬ চেইনেজে ২০ মিটার গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ শেষে সেতুটি বুঝিয়ে দেওয়ার আগেই সেপ্টেম্বরের শেষের দিকে বৃষ্টিতে সেতুর গাইড ওয়াল ধসে গিয়ে সেতুর সংযোগ সড়কের অনেকটা অংশ ভেঙে যায়। এছাড়া সেতুর কংক্রিটের ব্লকেও ফাটল দেয়া দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী গার্ডার ব্রিজটির উদ্বোধন করবেন।

উদ্বোধনের আগেই সেতুর গাইড ওয়াল ধসে যাওয়া এবং ২০/২৫ দিন পেরিয়ে গেলেও ভাঙা অংশটি সংস্কার না করায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নূর মোহাম্মদ নামে ব্রীজ সংলগ্ন এক বাসিন্দা জানান, এমন কাজ করছে যে বৃষ্টিতে ব্রিজের গাইড ওয়াল ভেঙে গেছে। ব্রিজের রাস্তার কাজ ভালো করতে পারে নাই, নাহলে বৃষ্টিতে কীভাবে রাস্তা ভাঙে। আজ ২০/২৫ দিন হয়েছে অথচ ইঞ্জিনিয়ার অফিস বা ঠিকাদারের লোকজনদের আসতে দেখিনি।

দেবীগঞ্জ এলজিইডির প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিল বলেন, সম্প্রতি অতি বৃষ্টির কারণে গাইড ওয়ালের কিছু অংশ ধসে গেছে। আমরা এখনো কাজটি বুঝিয়ে দেইনি। আবহাওয়া ভালো হলেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি শেষ করার নির্দেশনা দেওয়া আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১০

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১১

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১২

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৩

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৪

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৫

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৬

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৭

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৮

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৯

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

২০
X