রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৪:১৬ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বোধনের আগেই ধসে গেল ব্রিজের গাইড ওয়াল

ধসে যাওয়া ব্রিজের গাইড ওয়াল। ছবি : কালবেলা
ধসে যাওয়া ব্রিজের গাইড ওয়াল। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় থাকা এলজিইডির নব নির্মিত আরসিসি গার্ডার ব্রিজের গাইড ওয়াল ধসে পড়েছে। ফাটল দেখা দিয়েছে কংক্রিটের ব্লকেও। এলজিইডির নজরদারির অভাবে মেসার্স শেখ ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্মমানের কাজের সুযোগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

দেবীগঞ্জ উপজেলা সদরের সঙ্গে টেপ্রীগঞ্জ এবং চিলাহাটি ইউনিয়নের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ জিসি সড়ক। প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ ও শতশত পণ্যবাহী ট্রাকের যাতায়াত এই সড়কে। তিন বছর আগে এই সড়কের ডাড়া নদীর ওপরে পুরোনো ব্রিজটিতে ফাঁটল দেখা দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেসময় স্থানীয় প্রশাসনের উদ্যোগে এলজিইডি ব্রিজটি মেরামত করে এবং ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল শুরু করে। তবে নতুন একটি ব্রিজ নির্মাণের জন্য স্থানীয়রা দাবি জানায়।

উপজেলা প্রকৌশল অফিস থেকে জানা যায়, পুরোনো ব্রিজের পাশেই ২০২২ সালে এলজিইডির ব্যবস্থাপনায় ২ কোটি ২২ লাখ ৯৭ হাজার ৮৩০ টাকা ব্যায়ে ২০ মিটার নতুন গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। ব্রিজের সংযোগ সড়কের কাজও এখনো শেষ হয়নি। এ বছর ১৫ আগস্ট ব্রিজের কাজ শেষ করার কথা থাকলেও কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, দেবীগঞ্জ- ভাউলাগঞ্জ জিসি সড়কের ডাড়া নদীর ওপর নতুন করে ১.৫৩৬ চেইনেজে ২০ মিটার গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ শেষে সেতুটি বুঝিয়ে দেওয়ার আগেই সেপ্টেম্বরের শেষের দিকে বৃষ্টিতে সেতুর গাইড ওয়াল ধসে গিয়ে সেতুর সংযোগ সড়কের অনেকটা অংশ ভেঙে যায়। এছাড়া সেতুর কংক্রিটের ব্লকেও ফাটল দেয়া দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী গার্ডার ব্রিজটির উদ্বোধন করবেন।

উদ্বোধনের আগেই সেতুর গাইড ওয়াল ধসে যাওয়া এবং ২০/২৫ দিন পেরিয়ে গেলেও ভাঙা অংশটি সংস্কার না করায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নূর মোহাম্মদ নামে ব্রীজ সংলগ্ন এক বাসিন্দা জানান, এমন কাজ করছে যে বৃষ্টিতে ব্রিজের গাইড ওয়াল ভেঙে গেছে। ব্রিজের রাস্তার কাজ ভালো করতে পারে নাই, নাহলে বৃষ্টিতে কীভাবে রাস্তা ভাঙে। আজ ২০/২৫ দিন হয়েছে অথচ ইঞ্জিনিয়ার অফিস বা ঠিকাদারের লোকজনদের আসতে দেখিনি।

দেবীগঞ্জ এলজিইডির প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিল বলেন, সম্প্রতি অতি বৃষ্টির কারণে গাইড ওয়ালের কিছু অংশ ধসে গেছে। আমরা এখনো কাজটি বুঝিয়ে দেইনি। আবহাওয়া ভালো হলেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি শেষ করার নির্দেশনা দেওয়া আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১০

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১১

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১২

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৩

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৪

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

১৫

গ্যাস লাইনে বিস্ফোরণ, ভাইয়ের পর চলে গেল বোনও

১৬

ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল নামিবিয়া

১৭

জিয়া পরিবারের ত্যাগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য : কফিল উদ্দিন

১৮

বিএনপিকে ঘায়েল করতে চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফখরুল

১৯

‘গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার প্রকাশ্য ট্রাইব্যুনালে হতে হবে’

২০
X