বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহিন পাহাড়ের রাবার বাগান থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বাইশারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাজমা খাতুন রাবার বাগানের ৬ নম্বর রাবার প্লটে লাশটি পাওয়া যায়। ওই যুবকের নাম শহিদুল ইসলাম প্রকাশ শহিদুল্লাহ (২৮)। তিনি উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড করলিয়া মুরা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর বলে জানিয়েছেন যুবকের চাচা মো. আলম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাবার বাগানের শ্রমিকরা রোববার (২২ অক্টোবর) ভোরে রাবারের কষ সংগ্রহ করতে যাওয়ার সময় ৬ নম্বর রাবার বাগানের মাঝখানে পাহাড়ের চলাচল পথে লাশ দেখতে পেয়ে প্রথমে তারা বাগানের সুপার ভাইজার হিরোকে জানান। পরে তিনি নাজমা খাতুন রাবার বাগানের ব্যবস্থাপক আল আমিনকে মোবাইল ফোনে অবহিত করেন।
তিনি বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহাকে মোবাইল ফোনে জানালে তিনি বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল্লাহ ভূঁইয়াকে ঘটনাস্থলে পাঠান।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুরুল্লাহ ভূঁইয়া জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার শরীরে দেশীয় তৈরি অস্ত্রের গুলির চিহ্ন রয়েছে। তবে মেডিকেল রিপোর্টে সব কিছু জানা যাবে বলে এ কর্মকর্তা জানান।
নিহত যুবকের চাচা শাহাবুদ্দিন জানান, গভীর রাতে তাকে পাহাড়ে নিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’
মন্তব্য করুন