নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছুটি না দেওয়ায় বি ব্রাদার্স নামের একটি পোশাক তৈরি কারখানার সহকারী পরিচালককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২১ অক্টোবর) রাতে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কারখানার সহকারী পরিচালক আতিকুল ইসলাম নরসিংদী জেলার শিবপুর উপজেলার ব্রজেরকান্দী এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে। বর্তমানে মৈকুলি এলাকার বাসিন্দা তিনি।
আহত আতিকুর রহমান বলেন, বি ব্রাদার্স নামের একটি পোশাক তৈরি কারখানায় দীর্ঘদিন ধরে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। একই কারখানায় ইব্রাহিম ওরফে নয়ন কারখানায় জেনারেটর অপারেটর হিসেবে কাজ করেন। তিনি শুক্রবার ছুটির আবেদন করেন। ছুটির নির্দিষ্ট কোনো কারণ দেখাতে না পারায় ছুটির আবেদন নাকচ করে দেওয়া। এরই জেরে শনিবার রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ইব্রাহিম ও তার ভাড়া করা লোকজন রবিন ভূঁইয়া, রুবেল ভূঁইয়া, আবির ওরফে অয়ন, মেহেদী ভূঁইয়া, সাইফুল, হাসান আলী ভূঁইয়াসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আমার শরীরে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পর স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন