দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামালপুরের মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান পূর্ণকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (২২ অক্টোবর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় মো. মেহেদী হাসান পূর্ণকে (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, মেলান্দহ সরকারি কলেজ শাখা) তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।
কেনো তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী সাত (৭) কার্যদিবসের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখার দফতর সেল বরাবর জমা দেওয়ার নির্দেশ দেয়া হলো।
সেইসঙ্গে উক্ত বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মেলান্দহ সরকারি কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. রাকিব খান (সহসভাপতি) দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে জানতে মেহেদী হাসান পূর্ণর মোবাইলে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
জানা গেছে, মেহেদী হাসান পূর্ণ মেলান্দহ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ১১ পরীক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণের প্রায় ৫২ হাজার টাকা নিয়ে ফরম পূরণ না করে দিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। এতে বিপাকে পড়ে স্থানীয় সংসদ সদস্য মীর্জা আজমের কাছে তার বিরুদ্ধে মৌখিক অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
এসব বিষয়ে জানতে চাইলে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম বাবু বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মেহেদী হাসান পূর্ণকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, কতজন শিক্ষার্থীর কাছ থেকে কত টাকা নিয়েছে, এটা তার নির্দিষ্ট জানা নেই।
মন্তব্য করুন