সরকারের পদত্যাগের দাবি ৩ বছর ধরে করছে বিএনপি। রাজনীতি করতে গেলে রাজনীতির নিয়ম অনুযায়ী করতে হবে। সরকার পদত্যাগ করতে হবে, এটা জনগণকে উসকানির জন্য বলা হয়। এসব শুনতে শুনতে আমরা সবাই বিরক্ত বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি ২৮ অক্টোবর সমাবেশের ডাক দিয়েছে। এতে কিছুই হবে না দেশের। প্রতিদিন স্বাভাবিকভাবে মানুষ যেভাবে চলছে, ঠিক সেইভাবেই চলবে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাবে, ২৮ অক্টোবরের পরে যথারীতি ২৯ আসবে, এতে দেশের কিছু হবে না। বিএনপির নেতাদের বা ফখরুল ইসলামের বক্তব্য নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। আওয়ামী লীগ সরকারের মানুষের কাছে দায়বদ্ধতা আছে। সরকার কী করছে দেশের জনগণ সেটা দেখবে। আইনের বাইরে সরকার কোনো কাজ করে না। ভোটের মাধ্যমে জনগণ সরকারের সব কিছুর বিচার করবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের পদত্যাগের দাবি ৩ বছর ধরে করছে বিএনপি। রাজনীতি করতে গেলে রাজনীতির নিয়ম অনুযায়ী করতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে, এটা জনগণকে উসকানির জন্য বলা হয়। এসব শুনতে শুনতে আমরা সবাই বিরক্ত। সরকারকে পদত্যাগ করতে হবে, এটা কোনো নতুন কথা নয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে কেউ এভাবে বলতে পারে। প্রত্যেক লোকের মন্তব্য করার অধিকার রয়েছে। দেশের মানুষকে কষ্টে রাখার অধিকার কিন্তু কারও নেই। আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়ন করছে, দেশের কোনো ক্ষতি এই সরকার করেনি, করবেও না। দেশের ক্ষতি কে করছে, জনগণ সেটা দেখছে, তাদের বিচার জনগণ করবে।
মন্তব্য করুন