নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমিরসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জলঢাকা থানার ওসি মো. মুক্তারুল আলমের নেতৃত্বে বুধবার (২৫ অক্টোবর) রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পশ্চিম বালাগ্রাম চৌপুথি এলাকার মৃত. মতিউর রহমানের ছেলে মো. তবিবুর রহমান (৬৩) পশ্চিম বালাগ্রাম এলাকার মৃত. মকবুল হোসেনের ছেলে মো. স্বপন মিয়া ( ৩৯) জলঢাকা মাথাভাঙ্গা এলাকার মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে মো. রিয়াজুল হাসান (৪৩)। তাদের বিরুদ্ধে জলঢাকা থানায় মামলা ছিল।
এ ছাড়া ও উপজেলার পশ্চিম জলঢাকা মাথাভাঙ্গা এলাকার মৃত. তছলিম উদ্দিন ওরফে আব্দুস সোবহানের ছেলে মো. আমজাদ হোসেন (৬২),পশ্চিম জলঢাকা ফায়ার সার্ভিস এলাকার মো. আব্দুল্লাহর ছেলে মো. ফরহাদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ডি মূলে মামলা দায়ের করা হয়। যার নং-৫(১০)২৩।
এ বিষয়ে জলঢাকা থানার এসআই উজ্জ্বল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অভিযান পরিচালনা অব্যাহত আছে।
মন্তব্য করুন