সিলেটে নাশকতা পরিকল্পনার মামলায় শিবিরের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে নগরীর আখালিয়া এলাকা থেকে নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার নেতারা হলেন ময়মনসিংহের ভাটিপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মোজাহিদুল ইসলাম, রাজশাহীর মৌপাড়ার এলাকার নাজেস শেখের ছেলে হামিম বাদশা (২২), সুনামঞ্জের জামালগঞ্জ এলাকার আব্দুল আলীর ছেলে আব্দুল মোতালেব।
পুলিশ সূত্রে জানা যায়, মোজাহিদ ও হামিম বাদশা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সক্রিয় সাথী এবং মোতালেব নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সক্রিয় সাথী। বর্তমানে তারা আখালিয়া এলাকায় মেস ভাড়া নিয়ে বসবাস করেন। জালালাবাদ থানায় বেশ কয়েকটি নাশকতা চলমান রয়েছে। শিবিরকর্মীদের কাছ থেকে ইসলামী ছাত্রশিবিরের বিশেষ পোস্টার, পেট্রল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
বিষয়টি কালবলাকে নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি সাইফুল আলম রুকন বলেন, আগামীকাল শনিবারকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের বেশকিছু নেতাকর্মী নাশকতার জন্য জড়ো হলে পুলিশ তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করে। ৪০ থেকে ৫০ জন পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।
তিনি আরও বলেন, শিবির কর্মীদের কাছ থেকে শনিবারকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবিরের বিশেষ পোস্টার, পেট্রল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন