দিনাজপুরের বীরগঞ্জে আগাম শীতের পোশাক কিনতে হাট-বাজার ও ফুটপাতগুলোতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন ক্রেতারা। উপজেলাটি হিমালয়ের পার্শ্ববর্তী অঞ্চল হওয়ায় এই এলাকায় শীতের তীব্রতা বাড়ার আগেই ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে দেখা গেছে।
সোমবার (৩০ অক্টোবর) সরেজমিনে বীরগঞ্জের বিভিন্ন হাট-বাজার, মার্কেট ও ফুটপাতগুলোতে এ দৃশ্য দেখা যায়।
সেকেন্ড হ্যান্ড কাপড় বিক্রেতা মিন্টু জানান, আমার দোকানে ছোট বাচ্চাদের শীতের পোশাক বেশি বিক্রি হচ্ছে। প্রতিটি পিস কাপড় ৫০ থেকে ১০০ টাকায় বিক্রি করছি। শীত যত বাড়বে বিক্রি তত বেশি হবে আশা করছি।
শীতের কাপড় কিনতে আসা শেফালী বেগম জানান, যদিও পুরোদমে শীত আসেনি, কিন্তু শহরের তুলনায় গ্রামে একটু শীত অনুভব করা যাচ্ছে তাই পরিবারের সদস্যদের জন্য শীতের পোশাক কিনতে আসলাম।
সমাজকর্মী মোহাম্মদ আলী জানান, হিমালয়ের পার্শ্ববর্তী জেলা হওয়ায় অন্যান্য জেলার তুলনায় এই এলাকায় শীতের প্রকোপ বেশি। এবার কার্তিকের শুরুতেই শীত অনুভব করছি। তবে গতবারের তুলনায় এ বছর শীত বেশি হবে বলে মনে হচ্ছে।
মন্তব্য করুন