ঢাকা-কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার সাংবাদিক ইউনিয়ন। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ইউনিয়ন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনও একাত্মতা ঘোষণা করে অংশ নেন।
বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাস, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহসভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রিজু প্রমুখ।
বক্তারা বলেন, ঢাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। একই সঙ্গে সম্প্রতি কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনা বেড়েছে। আরটিভি রিপোর্টার শেখ হাসান বেলালের ওপর হামলা হয়েছে। টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদকসহ ৬ সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সর্বশেষে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মিলন উল্লাহকে ফোনে হত্যার হুমকি দিয়েছে এক সন্ত্রাসী। সাংবাদিক নেতারা বলেন, পুলিশ নির্লিপ্ত না থেকে এসব সন্ত্রাসীকে দ্রুত বিচারের মুখোমুখি করুক। না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
মন্তব্য করুন