দিনভর ব্যস্ততা শেষে ক্লান্ত শরীর নিয়ে রাতে যখন বাড়িতে ঘুমে বিভোর ব্যবসায়ীরা ঠিক তখন ভয়বাহ আগুনে পুড়েছিল তাদের ব্যবসাপ্রতিষ্ঠান।
বুধবার (১ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের বাউরা মধ্য বাজার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে অন্তত প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ব্যবসায়ীরা জানান, দিন শেষে বাউরা মার্কেটের ব্যবসায়ীরা যে যার মতো বাড়িতে গিয়ে ঘুমিয়েছিল। তখন তাদের দোকানগুলো আগুনে নিঃশেষ হয়ে গেছে।
এ সময় স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দল এসে আগুন নেভায়। ততক্ষণে ব্যবসায়ীদের সব দোকান পুড়ে ছাই হয়ে যায়।
পাটগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জীবন চন্দ্র রায় বলেন, ‘রাত ৩টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।
মন্তব্য করুন