ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানায় (রেল থানায়) একটি মামলা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মামলাটি তদন্ত করছেন ঈশ্বরদী জিআরপি থানার ওসি হারুনুজ্জামান রুমেল।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেন ওসি হারুনুজ্জামান রুমেল। তিনি বলেন, রেলের পক্ষ থেকে থানায় লিখিত এজাহার জমা দেওয়ার পরপরই মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় ৪০ থেকে ৪৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ট্রেনে নাশকতার পরিকল্পনায় হামলার অভিযোগ আনা হয়েছে।
ওসি রুমেল বলেন, মামলাটি সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাথমিকভাবে ওইদিন হামলার কারণ ও মোটিভ সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এর আগে বুধবার (১ নভেম্বর) কলকাতা থেকে ঢাকাগামী আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রল বোমা হামলা ও পাথর নিক্ষেপ করে দুটি জানালার গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে।
মন্তব্য করুন