চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার কমলদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি মোটরসাইকেলেকে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ৩ আরোহী ঘটনাস্থলে নিহত হন।
কুমিরা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, ৩ জন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশের একটি টিম।
মন্তব্য করুন