ঝিনাইদহ সদর উপজেলার দীঘিরপাড় গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ এজাহার আলী মোল্লা নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার (৬ নভেম্বর) সকালে সদর তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্ততারকৃত এজাহার আলী মোল্লা (৪০) মাগুরার শালিখা উপজেলার খিলগাতি গ্রামের আব্দুল লতিফ মোল্লা ছেলে।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিম-উল আহসান জানান, অস্ত্র কেনাবেচা করা হচ্ছে এমন খবরে ভিক্তিতে সদর উপজেলার দীঘিরপাড় গ্রামে অভিযান চালায় ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের একটি দল। ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মাদ জুয়েল ইসলামের নেতৃত্বে অভিযানকালে অন্যার্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে এজাহার আলীকে গ্রেপ্তার করা হয়।
পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বিকেলে আসামিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মন্তব্য করুন