অর্থের বিনিময়ে ইউনিয়ন শ্রমিকদলের কমিটি গঠন, স্বজনপ্রীতি, অসাংগঠনিক কার্যকলাপের অভিযোগ এনে বরিশালের উজিরপুর উপজেলা শ্রমিকদলের ২৫ নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে জেলা কমিটির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।
জানা যায়, জাতীয় পার্টি থেকে সদ্য বিএনপিতে যোগদান করা সোলায়মান খান হাইয়ুমকে উপজেলা শ্রমিকদলের সভাপতি করা হয়েছিল। যদিও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে সভাপতি পদের কার্যক্রম স্থগিত করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে হাইয়ুম দলে দ্বিধা বিভক্তি সৃষ্টি করতে অর্থের বিনিময়ে স্বজনপ্রীতির মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠনের কাজ শুরু করেছেন। ফলে পুনরায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়ায় গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ব্যাহত হচ্ছে। তাই হাইয়ুমের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে উজিরপুর উপজেলা শ্রমিকদলের ২৫ নেতা তাদের স্ব স্ব পদ থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগ করা নেতৃবৃন্দরা হলেন- ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহসভাপতি এম মিজানুর রহমান, সহসভাপতি মোহাম্মদ হোসেন, দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আবু ছালেক সেন্টু, সাংগঠনিক সম্পাদক ফোরকান হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও গবেষণা সম্পাদক বাচ্চু বেপারী, যুববিষয়ক সম্পাদক মো. হান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইনুল ইসলাম রিয়াদ, সিনিয়র সদস্য শাহাদাৎ হোসেন, হারুন-অর রশিদ, কুদ্দুস শাহ্, দুলাল হাওলাদার, পনির হোসেন, মো. সুমন, মামুন সরদার, মো. রাসেল, মিজান মল্লিক, কবির হাওলাদার, হুমায়ুন হাওলাদার, সাইফুল ইসলাম, মো. আল আমিন, মো. বেল্লাল ও মান্নান গাজী।
জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন