মেহেরপুরের গাংনীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আইজদ্দীনের (৮৭) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে গাংনীর ফতাইপুর কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা আইজদ্দীনের মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
গাংনী থানার পুলিশ পরিদর্শক মনোজিৎ কুমার নন্দীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আইজদ্দীনের মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
মন্তব্য করুন