গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানে আগুনের ঘটনার স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৬৬ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) রাতে আহত কাভার্ডভ্যানের চালক মো. ফজলু মিয়া বাদী হয়ে এ মামলা করেন।
এদিকে মামলায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা মোক্তারপুর ইউনিয়নের একতা গ্রামের জেলা বিএনপির সদস্য ইমরুল কায়েস, একই উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী গ্রামের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম ও কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া গ্রামের আশরাফুল আলম সেলিম।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই মামলায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা বলছে।’
মন্তব্য করুন