চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাঈন উদ্দিন মাহমুদ ওরফে মঈন উদ্দিন (৫২) ও মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন (৫১)।
মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, কয়েকটি নাশকতার মামলার আসামি মাঈন উদ্দিন মাহমুদ ও নাছির উদ্দিনকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন