আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ও বর্তমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি বলেছেন, আপনারা (জনগণ) পাশে থাইকেন। আমরা হ্যাটট্রিক করে চাচারে (কাজী জাফরউল্লাহ) কুমিল্লায় পাঠাব।
এ সময় জনগণকে উদ্দেশ্য করে এমপি বলেন, পারবেন না? উপস্থিত জনগণ হাত উঁচু করে সমর্থন জানান। বলেন, হ্যাঁ পারব, হ্যাঁ পারব।
শুক্রবার (১০ নভেম্বর) উপজেলার পুলিয়া হাট এলাকায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নিক্সন এসব কথা বলেন। এদিন ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া আড়িয়াল খাঁ নদের ওপর একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় চৌধুরী নিক্সন বলেন, নৌকা চাইব, পেলে আলহামদুলিল্লাহ। নৌকা পেয়ে নেত্রীকে বলব, বাংলাদেশের ৩০০ সিটের মধ্যে সর্বোচ্চ ভোট আমার তিন থানা থেকে আমরা দেব।
কাজী জাফরউল্লাহর প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘যদি কোনো নাটক আর অভিনয় করে, ষড়যন্ত্র করে, নৌকা নেয়, তাতে আমার কোনো সমস্যা নাই।’
আলোচনা সভায় চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ফরিদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আশিক ইকবাল স্বপন মোল্লা প্রমুখ।
সেতু নিয়ে চৌধুরী নিক্সন বলেন, সেতুটি নির্মিত হলে এ চরাঞ্চলের অবহেলিত কৃষক ও সবজি চাষিদের আর কোনো সমস্যা থাকবে না। তারা পাঁচ মিনিটে সবজি নিয়ে বাজারে বিক্রি করে লাভবান হতে পারবেন। ভাঙ্গা পৌরবাসী ও চরাঞ্চলের মানুষের মাঝে আর কোনো ভেদাভেদ থাকবে না।
প্রসঙ্গত, কাজী জাফরউল্লাহ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরীর কাছে পরাজিত হন।
২০১৬ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে জাফরউল্লাহ সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হন। এ ছাড়াও তিনি আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ৩নং প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন