পটুয়াখালীতে মানব অক্ষরে ‘বয়কট বিএনপি’ লিখে প্রতিবাদ জানিয়েছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে শহরের নবনির্মিত শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হাসিবের উদ্যোগে এভাবে প্রতিবাদ জানানো হয়।
পরে দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধে সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হাসিব বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। আর এই উন্নয়নকে বাধা দিতে বিএনপি-জামায়াত জোট হয়ে অবৈধ হরতাল ও অবরোধ দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ বিএনপি-জামায়াতের এই অরাজকতায় কোনোভাবেই ভীত নয়। তারা অবরোধ ও হরতাল বয়কট করে দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে।’
মন্তব্য করুন