চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাজলিপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। নিহত জমজ শিশুরা হলেন সিনথিয়া ও স্নেহা। উভয়ের বয়স ৪ বছর। তারা ওই এলাকার মোহাম্মদ এরশাদের কন্যা।
সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য অহিদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এরশাদের এ দুই শিশু কন্যা ছাড়া আর কোনো সন্তান নেই। দুই সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন এরশাদ ও তার স্ত্রী। এদিকে একসঙ্গে দুই যমজ বোনোর মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য অহিদুল আলম চৌধুরী কালবেলাকে বলেন, ‘শুক্রবার বিকেলের দিকে নুরুল আলম বাড়ির এরশাদের দুই জমজ কন্যা পুকুরের পাশে খেলতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে পুকুরে পড়ে যায়। পরে জমজ কন্যাদের মা ও পরিবারের লোকজন বাচ্চাদের দেখতে না পেয়ে বাড়ি চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে দুই জমজ কন্যা শিশুর লাশ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় হাসপাতলের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাত দশটায় সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে নিহত দুইজন জমজ শিশুর জানাজা পরবর্তী পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।’
মন্তব্য করুন