মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় সারা দেশের মতো ঝিনাইদহের মহেশপুরে ৫ম পর্যায়ে ৩৭টি পরিবারকে ২ শতাংশ জমি ও সেমিপাকা ঘর প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে এই কার্যক্রম গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকতার মাধ্যমে ৩৭টি সুবিধাভোগী পরিবারের মধ্যে জমির দলিলসহ ঘরের চাবি বুঝিয়ে দেন উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন, নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন