হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের রশিদপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর সারা দেশের সাথে সিলেটের রেল চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, আখাউড়া থেকে একটি মালগাড়ি সিলেটে যাওয়ার পথে হবিগঞ্জের লস্করপুর ব্রিজের পাশে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু করা হবে।
মন্তব্য করুন