রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দুপক্ষের সংঘর্ষে আ.লীগ কর্মী গুলিবিদ্ধ

দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় থমথমে রাজশাহী নগরী। ছবি : কালবেলা
দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় থমথমে রাজশাহী নগরী। ছবি : কালবেলা

রাজশাহী নগরীতে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একরামুল হক গুড্ডু নামে এক আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মী একরামুল হক গুড্ডু ১৯নং ওয়ার্ডের ছোট বনগ্রাম এলাকার সিরাজুল ইসলামের ছেলে। গুলিবিদ্ধ গুড্ডুকে রাতেই উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাই রেফার্ড করা হয়েছে বলে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান বালিয়া পুকুর এলাকায় তার কার্যালয়ে একটি সালিশ করেন। ওই সালিশে কাউন্সিলরের কোনো একটি কথাকে কেন্দ্র করে তরিক, সনেট, আদর ও ফয়সাল দলবল নিয়ে এসে তাকে গালাগাল শুরু করে। একপর্যায়ে কাউন্সিলরের পক্ষের লোকজন সেখানে জড়ো হয়ে তাদের তাড়া করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলি হয়। কাউন্সিলরপন্থি গুড্ডু তার ডান পায়ে গুলিবিদ্ধ হন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে গুড্ডুকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে আনা হয়। তার ডান পায়ে গুলি করা হয়েছে। তবে অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান বলেন, তরিক, সনেট, আদর ও ফয়সাল দলবল নিয়ে এসে গালাগাল শুরু করে। এ সময় তারা আমাকে হত্যা করতে চায়। একপর্যায়ে আমার সহযোগিতায় এলাবাকাসী এগিয়ে এলে তারা অস্ত্র বের করে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় আমাদের গুড্ডু ভাই আহত হন। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। তরিক, সনেট, আদর ও ফয়সাল এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, মারামারি ও সংঘর্ষের ঘটনা জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১০

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১১

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১২

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৩

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

১৪

জামায়াতের মুখে সংস্কার, হাস্যকর বিষয় : সোহেল

১৫

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে? জানালেন পুষ্টি বিশেষজ্ঞ

১৬

গণতন্ত্রকামী দলগুলোর দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদ সুযোগ নেবে : তারেক রহমান

১৭

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

১৮

স্বাস্থ্য উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে : এনসিপি নেতা ডা. জাহিদুল

১৯

বিপিএলে ফিক্সিং নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

২০
X